ইসমাঈল হুসাইন ইমু : নৌ বাহিনীরপর এবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তে একশ’ নারী সদস্য যুক্ত হচ্ছে। আগাসমী ৫ জুন চট্টগ্রামস্থ বায়তুল ইজ্জতে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়ংাজের মধ্য দিয়ে এই নারী সদস্যদের বিজিবিতে কার্যক্রম শুরু হবে।
বৃহস্পতিবার দুপুরে পিলখানা বিজিবি সদর দফতরে আয়োজিত তৈমাসিক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহাম্মেদ।
তিনি বলেন, এই নারী সদস্যদের টেকনাফ ও বেনাপোল আইসিপিসহ ঢাকা বিজিবি হাসপাতালে নিয়োজিত করা হবে। পাশাপাশি সদর দফতরেও দায়িত্ব পালন করবে। এরা আইসিপি ও টেকনাফ চেকপোষ্টগুলোতে সন্দেহভাজন মহিলা পাচারকারি মাদক ব্যবসায়ীদের তল্লাশি চালাবে।