ফাইল ছবি
সুনামগঞ্জ সংবাদদাতা : ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে আগামী ৪ জুন সুনামগঞ্জের ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার ২৬টি ইউনিয়নে ২৫৮টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৩১টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনা করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ১২৭টি সাধারণ ভোট কেন্দ্রেও পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
জেলার ২৬টি ইউনিয়নে বিশেষ নিরাপত্তা দিয়ে ব্যালটবক্স, অমোচনীয় কালির কলম, সিল প্যাড, স্ট্যাম্প প্যাড, ব্রাশসিল, গালা, চটের থলি, ফরম প্যাকেট, মনিহারি জিনিসপত্র উপজেলা সদরে পৌঁছানো হয়েছে। শুক্রবার ভোট সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হবে।
এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৫০ জন, সাধারণ সদস্য পদে ১ হাজার ৫১ জন ও মহিলা সদস্য পদে ৩০১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব ইউনিয়নের ৪ লাখ ৪৬ হাজার ২৯৩ জন ভোটার ৪ জুনের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ২৩ হাজার ৮১৮ জন ও নারী ভোটার রয়েছেন ২ লাখ ২২ হাজার ৪৭৫ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম জানান, ৪ তারিখ সুষ্ঠু সুন্দর পরিবেশে ইউপি নির্বাচনে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।
পুলিশ সুপার মো. হারুন অর রশিদ জানান, দুর্গম হাওর এলাকার ২৫৮ কেন্দ্রে পুলিশের একটি ইঞ্জিন বোট (ইঞ্জিন চালিত নৌকা) মোতায়েন থাকবে। কেন্দ্রগুলোর ঝুঁকি বিবেচনা করে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া ভোটের দিন দ্রুত গতির স্পিডবোটসহ দুইশতাধিক নৌযান চড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন দায়িত্ব পালন করবে। কোথাও কোনও ধরনের বিশৃঙ্খলা ঘটলে সেখানে পুলিশ র্যাব বিজিবি বিশেষ টহলদল তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে। ভ্রাম্যমাণ আদালত নির্বাচনি আচরনবিধি লঙ্ঘঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।