সোহেল সানী,দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর পৌর সভার সবগুলো রাস্তা এখন কুকুরের দখলে। কুকুরের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। শহরের প্রতিটি রাস্তার-মোড়ে কুকুর দল বেধে ঘোড়া ফেরা করায় সাধারণ পথচারী, স্কুল, মাদরাসায় যাতায়াতকারী কোমলমতি ছাত্র-ছাত্রীরা চরম আতংকে থাকেন সর্বক্ষণ। এ অবস্থা দেখেও পৌর কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ায় পৌরবাসীর মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, শহরের কেন্দ্রীয় শহীদ মিনার, নতুন বাজার, বাসটার্মিনাল, ঢাকামোড়, রেলষ্টেশন, খোলাহাটি রোড, গুলপাড়া, সাহেবপাড়া, রিয়াজনগর, নূরনগর, রোস্তমনগর, পাওয়ার হাউজ কলোনিসহ বিভিন্ন পাড়া-মহল¬ায় বেওয়ারিশ কুকুরের উৎপাতে সর্বত্র ভীতিকর অবস্থা বিরাজ করছে। এসব ব্যাপারে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক অনেকে বক্তব্য দিয়েছেন সুস্পষ্টভাবে।
পার্বতীপুর উপজেলা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক অভি বলেন, কুকুরের আতংকে কোমলমতি শিক্ষার্থীরা ভয়ে স্কুলে যেতে পারছেনা। সাধারণ মানুষ রাস্তা-ঘাটে নির্বিঘেœ চলাফেরা করতে পারছে না। কুকুর নিধনে পৌর কর্তৃপক্ষের চরম উদাসীনতা রয়েছে বলে তিনি উলে¬খ করেন। তিনি অভিযোগ করেন, ড্রেনের ময়লা উঠিয়ে সংশি¬ষ্ট রাস্তার উপর দিনের পর দিন ফেলে রাখা হয়। ফলে দূর্গন্ধের মধ্যে মানুষজনকে নাকে রুমাল দিয়ে চলাচল করতে হয়।
পশ্চিম নিউ কলোনির বাসিন্দা শফিকুল ইসলাম জানান, কুকুরের দল যত্রতত্র মলমূত্র ত্যাগ করে। হোটেল-রেস্তোরার পাশেও এদের ভীড় করতে দেখা যায়।
পাওয়ার হাউস কলোনির আনিছুর রহমান রতন জানান, হাস, মুরগি ও ছাগল দিনের বেলায় ধরে খাচ্ছে কুকুর। তাছাড়া এদের উৎপাতে রাস্তায় চলাচল করা কষ্টকর হয়ে উঠেছে।
গুলপাড়া মহল¬ার আঃ সালাম বলেন, কোমলমতি শিক্ষার্থীরা কুকুরের ভয়ে স্কুলে যেতে চায় না। সাধারণ মানুষ রাস্তা-ঘাটে চলাফেরা করতে ভয় পায়।
এব্যাপারে পৌর সচিব খাইরুল হক জানান, বর্তমানে কুকুর নিধনের উপর কোন বাজেট না থাকায় আপাতত কুকুর নিধন বন্ধ রয়েছে। কুকুর নিধনের বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলতে পারেননি তিনি।
পার্বতীপুর পৌরসভার প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ জানান, কুকুর নিধনের জরুরী পদক্ষেপ নেয়া হচ্ছে । তবে কবে এই বেওয়ারিশ কুকুর নিধনের ব্যবস্থা নেয়া হবে সে বিষয়ে তিনি জানাতে পারেননি।