এস এস নুর মোহাম্মদ : নার্সদের ওপর হামলার ঘটনায় হাইকোর্টে রিট আবেদন করেছেন আইনজীবী।
রাজধানীর ধানমন্ডি শাখায় অ্যাডভোকেট জুলফিকার আলী জুনুর এ রিট দায়ের করেন।
হামলার ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত এবং হামলায় দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে আবেদনে।
এর আগে, ১২০০ নার্সকে আসামি করে রাজধানীর ধানমন্ডি থানায় মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডি থানার ওসি নূরে আজম আমাদের সময় ডটকমকে বলেন, বুধবার রাতেই এ মামলা দায়ের করা হয়েছে। বুধবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বাসভবন ঘেরাওকালে পুলিশের বাধা, লাঠিচার্জের অভিযোগ করেন নার্সরা। এসময় একজন নার্সের গর্ভপাতের ঘটনাও ঘটে।
ওসি বলেন, আসলে শৃঙ্খলা ভঙ্গের দায়েই এ মামলা দায়ের করা হয়েছে। কাউকে গ্রেপ্তার করা হয়নি জানিয়ে তিনি বলেন, গ্রেপ্তার করা হবে।