যশোর ব্যুরো : যশোরের বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে নাশকতাসহ বিভিন্ন মামলার ৫৩ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রাত বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পুলিশ এ অভিযান চালায়। এসময় ৫৩ জন আসামিকে আটক করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানিয়েছেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার ৯টি থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় কোতয়ালি থানার পুলিশ ১৪, চৌগাছা ০১, শার্শা ০৭, ঝিকরগাছা ০৫, বেনাপোল ০৩, কেশবপুর ০৫, মণিরামপুর ০৬, অভয়নগর ০৮ ও বাঘারপাড়া থানা পুলিশ ০৪ জনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছে থাকা বিপুল পরিমাণ ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা ও বিদেশি মদ জব্দ করা হয়। আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।