মমিনুল ইসলাম: মাত্র তিন মাসে জন্ম হয় নবজাতক রিশিতা। ওজন ছিল মাত্র ৬৫০ গ্রাম, যা কেবলই একটি সেলফোনের সমতুল্য। শুধু তাই নয় পর্যাপ্ত চিকিৎসা সুবিধার না থাকা সত্ত্বেও নবজাতকটিকে বাঁচিয়ে রাখতে সফল হয়েছে চিকিৎসকরা। এখন হাসপাতাল থেকে বাড়িও ফিরতে প্রস্তুত সে। পাঁচ মাস পর এখন ওজন ২.৫ কেজি।
একেবারেই অকালে জন্ম নেয়া নবজাতকটির বেঁচে থাকার আশা করেননি স্বয়ং চিকিৎসকরাই। এ কথা স্বীকারও করলেন রিশিতার সঙ্গে খেলা করা চিকিৎসক ড. দামিরা যাদাইয়া। নবজাতকটির বেঁচে যাওয়াকে অত্যন্ত গর্বের বিষয় বলেই জানালেন তিনি। অবশ্য তার এমন চিন্তার পেছনে কারণও রয়েছে।
ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের পশ্চাদপদ নলগোন্ডা জেলায়। এখানে সব ধরনের ভয়াবহ অবহেলা, অবকাঠামোর অভাব ও সরকারি হাসপাতালের উদাসীনাতা সবই রয়েছে। এর মধ্যেও এতো নিম্ন ওজনের নবজাতকের সঙ্গে অসাধারণভাবে কাজ করে অসম্ভবকে সম্ভব করলেন চিকিৎসক ও নার্সরা।
এমনকি রিশিতাকে যখন হাসপাতালে আনা হয়, তখন ভর্তিই নিতে চায়নি হাসপাতাল। কারণ তার বেঁচে থাকার খুব কম স¤া¢বনাই ছিল। – এনডিটিভি।