এম রবিউল্লাহ: ২০০২ সালে গুলবার্গ সোসাইটি হত্যাকা- মামলায় ২৪ জনকে দোষী সাব্যস্ত করেছে ভারতের বিশেষ আদালত। একই মামলায় ৩৬ জন অভিযুক্তকে বেকসুর খালাস দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী জাকিয়া জাফরি। একই মামলায় এত লোককে খালাস দেওয়ায় তিনি মামলার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলেও গণমাধ্যমকে জানিয়েছেন।
মামলার রায়ে খুশি হননি জাকিয়া। মামলার পূর্ণাঙ্গ রায় দেওয়া হবে আগামী সোমবার। নিহত সংসদ সদস্য এহসান জাফরির বিধবা স্ত্রী জাাকিয়া জাফরি। তিনি রায়ের বিরুদ্ধে লড়াইয়েল ঘোষণা দিয়েছেন। খবর এনডিটিভি, এপিবি আনন্দ ও ইইনাডো ইন্ডিয়ার।
গত বছরের ২২ সেপ্টেম্বরে এই মামলার শুনানি শেষ হয়। শুনানির প্রায় আট মাস পরে মামলায় রায় ঘোষণা করে বিশেষ আদালতের বিচারক পিবি দেশাই। যে ২৪ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে তাদের মধ্যে ১১ জনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামী সোমবার তাদের সাজা ঘোষণা করা হবে।
২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি একদল উচ্ছৃঙ্খল জনতা গুলবার্গ সোসাইটি আবাসনে আগুন ধরিয়ে দেয়। ওই হামলায় প্রাণ হারান কংগ্রেসের সাবেক সংসদ সদস্য এহসান জাফরিসহ ৬৮ জন। এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি নরেন্দ্র মোদিসহ ৬৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান।