ডেস্ক রিপোর্ট : ঢাকা মেডিকেল কলেজ ভবনের নয়তলা থেকে লাফ দিয়ে ময়না আক্তার ময়না (২২) নামের এক রোগী আত্মহত্যা করেছেন।
রোববার ভোরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা নিহতের স্বজনদের। নিহতের বাড়ি নীলফামারি সদরের জলরাঙ্গা গ্রামে।
নিহতের ভাই ফয়জুল ইসলাম জানান, আটমাসের গর্ভবতী ছিলেন ময়না। কিন্তু তার গর্ভের বাচ্চা নষ্ঠ হয়ে যাওয়ায় ঢাকা মেডিকেলের গায়নী বিভাগে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার কিডনিতে সমস্যা ধরা পড়লে পরে তাকে কিডনি বিভাগে ভর্তি করা হয়। রোববার ভোর চারটা থেকে তাকে বেডে পাওয়া যাচ্ছিল না। পরে সকাল সাড়ে নয়টার দিকে তাকে ভবনের নিচে পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে উদ্ধার করে জরুরি বিভাগে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
আত্মহত্যার খবর নিশ্চিত করেছেন মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ বাচ্চু মিয়া।-বাংলামেইল২৪