কায়কোবাদ মিলন: পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার হায়াত পিটাফি শহরে অশীতিপর গোকুল দাস নামে এক হিন্দুকে প্রহারের অভিযোগে আলী হাসান নামে এক পুলিশ কনষ্টবলকে গ্রেফতার করা হয়েছে। সূত্র: ডন।
ইফতারের আগে গোকুল খাদ্যসামগ্রী বিক্রি করছিলেন। তাকে নির্যাতনের প্রতিবাদে সামাজিক মাধ্যমে তোলপাড় হয়।
শুক্রবারের এই ঘটনায় প্রদেশের আইজিপি বিষয়টিকে দু:খজনক উল্লেখ করে বলেন, নির্যাতনের বিষয়টি সবার নজর কেড়েছে।
পিপিপির কো-চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোর বোন বখতিয়ার ভুট্টো জারদারি নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।