বিনোদন ডেস্ক : বর্তমান চলচ্চিত্রে নীতিবান লোকের বড়ই অভাব বলে জানালেন চিত্রনায়ক জায়েদ খান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ভারতীয় ছবি বাংলাদেশে প্রর্দশনের বিরুদ্ধে কাফনের কাপড় পড়ে রাস্তায় আন্দোলন করলাম। ফলাফল কি হলো? যারা আন্দোলন করেছে, তারাই ভারতীয় ছবির দালালদের ছবিতে কাজ করছেন। খুবই দুঃখ লাগে। নীতিহীন কিছু অভিনয়শিল্পী ও প্রযোজকদের কারণে ভবিষ্যতে চলচ্চিত্র ইন্ডাষ্ট্রি ভারতীয়দের দখলে চলে যাবে।’
এদিকে জায়েদ খান অভিনীত ‘অন্তর জ্বালা’ ছবির কাজ প্রায় শেষের পথে। ছবিতে জায়েদ খানের বিপরীতে অভিনয় করেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। ছবিটি পরিচালনা করেছেন মালেক আফসারী।
ছবি প্রসঙ্গে জায়েদ খান বলেন,‘ মালেক আফসারী স্যারের মতো একজন গুনী নির্মাতার ছবিতে কাজের সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। ছবিতে কাজ করতে গিয়ে আমি অনেক পরিশ্রম করেছি। দর্শকরা এই ছবিতে নতুন জায়েদকে খুঁজে পাবেন। আশা করছি, এই ছবিটি আমার চলচ্চিত্র ক্যারিয়ারে নতুনমাত্রা যোগ করবে।’
ঈদের পরই ‘অন্তর জ্বালা’ মুক্তি পাবে বলে জানালেন এই অভিনেতা।