সজল সরকার: গুজরাট রাজ্যে আরব সাগরের উপকুলের দ্বীপ শিয়াল বেট, স্বাধীনতার পরেও ৭০ বছর ধরে দ্বীপটিতে বিদ্যুৎ ছিল না। এতদিন পরে দ্বীপে বিদ্যুতের আলো ঝলমল করছে। মূখ্যমন্ত্রী আনন্দিবেন পাটেল তার প্রতিশ্রুতি অনুযায়ী এ দ্বীপে বিদ্যুতের ব্যবস্থা করেছেন।
প্রায় ৬ হাজার জনবসতির দ্বীপে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে সাগরের নিচ দিয়ে ৬.৪ কিলোমিটার ক্যাবল টেনে। স্বাধীনতার পরে ৭০ বছর ধরে এ দ্বীপের জনগোষ্ঠী কেরোসিনের বাতি ও ব্যাটারিচালিত চার্জার লাইট দিয়ে জীবন কাটিয়েছে এতদিন।
দ্বীপের বাসিন্দারা বলেন, এখন তাদের ভবিষ্যত প্রজন্ম আরও উন্নতি করবে কারণ দীর্ঘদিনের প্রতিক্ষার পরে তাদের গ্রাম আলোয় ভরে গেছে। ঘেলাভাই নামের এক বাসিন্দা বলেন, ‘এখন আমাদের মনে হচ্ছে আমরাও ভারতের নাগরিক।’ সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া