এম রবিউল্লাহ: সিডনি অলিম্পিক পার্কে মেয়েদের সিঙ্গলসে বিশ্বের ১২ নম্বর ব্যাডমিন্টন তারকা চীনের সান ইউকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের সাইনা নেহওয়াল। রিও অলিম্পিকের আগে এই জয়ে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে ভারতের এ তারকা।
২০১৪ সালের পর দ্বিতীয়বার অস্ট্রেলিয়া ওপেনে বিজয়ী হলেন সাইনা। রিও অলিম্পিকের আগে এই জয় তাকে অনেকটা এগিয়ে রাখবে। সুপার সিরিজের ১১-২১, ২১-১৪, ২১-১৯ পয়েন্টে জয় পান সাইনা। সান ইউকে হারাতে সময় নিয়েছেন মাত্র ১ ঘণ্টা ১১ মিনিট।
২৬ বছরের এই তরুণী হায়দারাবাদের বাসিন্দা। এর আগেও সাইনা ২০১৩ সালে থাইল্যান্ডের রাতহানক ইনতানন ও ২০১১ সালে চীনের আইহান ওয়াং এই দুই বিশ্ব চ্যাম্পিয়ানকে কোয়াটার ফাইনালে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছিলেন।
খবর টাইমস অব ইন্ডিয়া, এনডিটিবি, ইইনাদো ইন্ডিয়া ও এবিপি আনন্দের।