সিলেটের সকাল রিপোর্ট : নগরীর টিলাগড় এলাকায় র্যাবের অভিযানে ২ টি দেশীয় তৈরি শুটারগান ও ১টি ছোড়া উদ্ধার করে।
রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এ অভিযান চালায়। এ সময় এমসি কলেজের খেলার মাঠের পাশে পাকা রাস্তার হতে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে ০২ (দুই) টি দেশীয় তৈরি শুটারগান ও ০১ (এক) টি ছোড়া উদ্ধার করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় লোক দৌড়াইয়া পালিয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্র এবং ছোড়া এসএমপি‘র শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।