সিলেটের সকাল রিপোর্ট: সিলেট মহিলা কলেজের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে কলেজের পুরাতন হোস্টেল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ছাত্রীর নাম সুভি বেগম (২০)। সে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রামের মো. বশর আলীর মেয়ে।
পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা যায়, প্রায় ১ বছর আগে কলেজের পুরাতন হোস্টেলে ওঠে অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী সুভি বেগম। ২১০ নম্বর রুমে সুভিসহ থাকতো আরো ৪/৫ জন ছাত্রী। রমজান উপলক্ষে আবাসিক অন্য ছাত্রীরা বাড়িতে চলে যায়। কিন্তু সুভি বাড়ি না গিয়ে রুমে একাই থাকতো।
রোববার ইফতারের পূর্বে কয়েকজন সহপাঠী সুভিকে ডাকতে যায়। এ সময় রুমের ভেতর থেকে কোন সাড়া না পাওয়ায় তারা চলে যায়। পরবর্তীতে রাত আনুমানিক ৮টার দিকে আবারো সুভিকে ডাকতে যায় তারা। দ্বিতীয়বারের ডাকাডাকিতেও কোন সাড়াশব্দ না মেলায় বিষয়টি তারা হোস্টেল কর্তৃপক্ষকে জানায়।
খবর পেয়ে হোস্টেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসেন। সে সময় রুমের দরজার ফাঁক দিয়ে তারা সুভির ঝুলন্ত দেহ দেখতে পান। বিষয়টি তাৎক্ষনিক সিলেট কোতোয়ালী থানাকে জানানো হলে রাত সাড়ে ১০টা দিকে পুলিশ লাশ উদ্ধার করে।
কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ জানান, লাশ উদ্ধর করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। সুরতহাল রিপোর্ট পাওয়ার পর তদন্ত সাপেক্ষে মৃত্যুর কারণ জানা যাবে।