ছানাউল্যাহ নূরী,গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র এমএ মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করেছে দুদক।
সোমবার সকালে মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলম। এতে অপর আসামি সিটি কর্পোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া।
জয়দেবপুর থানায় এজাহারে বলা হয়েছে, এমএ মান্নান সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৩ সালের ১৮ আগস্ট থেকে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি মাস পর্যন্ত সিটি কর্পোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিলে মোট ১ কোটি ৩ লাখ ৮ হাজার ১৩২ টাকা আয় করে ৯০ লাখ ৪৭ হাজার ৮৪৬ টাকা ব্যয় করেন। ত্রাণ ও দরিদ্র তহবিলের আয় কোনো ব্যাংক হিসাবে না রেখে হিসাবরক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়ার কাছে সংরক্ষিত রাখেন। টাকা ব্যয়ের গ্রহীতার স্বাক্ষরিত/অস্বাক্ষরিত ভাউচারের মাধ্যমে ব্যয় দেখানো হয়েছে।