নাজনীন পলাশী : সৌদি আরবের পর্যটন খাতের বিনিয়োগকারিরা তাদের বিনিয়োগ তুলে নিচ্ছেন। এসব বিনিয়োগকারিরা অন্যান্য লাভজনক খাতে বিনিয়োগ করছেন। বিনিয়োগ তুলে নেয়ার পেছনে হতাশাজনক আমলাতান্ত্রিক প্রক্রিয়া, সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলা করাকে প্রধান কারণ হিসেবে তারা চিহ্নিত করেছেন। খবর আরব নিউজের।
বিনিয়োগকারিরা জরুরি ভিত্তিতে এই সমস্যার সমাধানসহ, আমলাতন্ত্রের জটিলতা হ্রাসের কথা জানিয়েছে। এছাড়া বিনিয়োগ এবং প্রকৃতির মধ্যে সংযোগ স্থাপন, নতুন অর্থনৈতিক চ্যানেল হিসেবে পর্যটন উন্নয়ন ফান্ড তৈরি এবং এর জন্য কম মূল্যে জমি বরাদ্দ দিতে হবে বলেও তারা দাবি করেন।
ন্যাশনাল কমিটি ফর দ্য টুরিজম এট দ্য কাউন্সিল অব সৌদি চেম্বারস এর প্রধান আব্দুল্লাতিফ আল-আফালিক বলেন, পর্যটনের পাশাপাশি বিনোদন সিটি এবং পার্ক বিনিয়োগকারিদের আকর্ষণ করেছিল। কিন্তু এই শহরগুলোর স্থাপনা বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে, বিশেষ করে আধুনিক যন্ত্র এবং গেমস এর সরবরাহে প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়। এমনকি একটি যন্ত্র কিনতে ব্যয় করতে হয় ৩ লাখ ইউরো।
রিয়াদের চেম্বার অব কমার্স এর পর্যটন কমিটির প্রধান মোহাম্মাদ আল-মোজেল বলেন, আমলাতন্ত্র বড় একটি চ্যালেঞ্জ যা বিনিয়োগকারিদের মোকাবেলা করতে হয়েছে। সামাজিক চ্যালেঞ্জ এবং তহবিলের চাপ ৭০ শতাংশ বিনিয়োগকারিকে অন্যান্য লাভজনক এবং প্রতিশ্রুতিশীল খাতে চলে যেতে বাধ্য করেছে।