মমিনুল ইসলাম: বলিউড ছবি ‘উড়তা পাঞ্জাবে’র ছাড়পত্র নিয়ে উদ্ভুত সমস্যায় বিজেপি ও পাঞ্জাবের ক্ষমতাসীন আকালি দল নেতৃত্বাধীন সরকারকে দোষারোপ করেছেন কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। সত্য স্বীকার করতে চায় না বলেই পাঞ্জাবে মাদকের অপব্যবহার নিয়ে নির্মিত এ ছবিটির ছাড়পত্রে দল দুটি ঝামেলা করছে বলে মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, মাদক ব্যবসা তাদের জন্য লাভজনক বলেই তারা কেন্দ্রে ও রাজ্যে ঝামেলা তৈরি করছে।
সরকার রাজ্যে অবৈধ মাদকদ্রব্য ব্যবসা উৎসাহিত করছে অভিযোগ করে সোমবার রাহুল বলেন, আগামি বছরের শুরুতে বিধানসভা নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় আসলে এক মাসের মধ্যে এ সমস্যা সমাধান করবে। তিনি বলেন, এখানকার সরকার মাদক ব্যবসা উৎসাহিত করছে। কারণ এ ব্যবসা তাদের উপকৃত করে।
কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, সবার আগে পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। তাদের আকালি দলের খপ্পর থেকে মুক্ত করুন। আর যখনই এটা করা হবে মাদক ব্যবসা চার সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে তিনি বলেন, ‘মোদিজি ব্যবসা সহজ করার কথা বলেন। পাঞ্জাবে একমাত্র মাদক ব্যবসাই সহজ।’ – এনডিটিভি।