নুরুল করিম আরমান, লামা : বান্দরবানের লামা উপজেলায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মেহ্লাঅং মার্মা (১৯) নামে এক বখাটেকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ মাহ্মুদ এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত মেহ্লাঅং মার্মা উপজেলার গজালিয়া ইউনিয়নের মিনঝিরি গ্রামের বাসিন্দা চহ্লাঅং মার্মার ছেলে।
সূত্র জানায়, মাতামুহুরী ডিগ্রি কলেজে পড়–য়া এক ছাত্রীকে কলেজে আসা যাওয়ার পথে প্রায়ই সময় উত্ত্যক্ত করত বখাটে মেহ্লাঅং মার্মা। এ বিষয়ে ছাত্রী লামা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সোমবার দুপুর দুইটার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাকে হাতে নাতে আটক করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।