মোস্তাফিজুর রহমান : রাজধানীর উত্তরখানে মো. ইব্রাহিম খলিল (২৮) নামে এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানায় তার পরিবার।
সোমবার বিকেলে উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, খবর পেয়ে ওই তরুণের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ইব্রাহিম ছয়-সাত মাস আগে নিশি নামে এক মেয়েকে বিয়ে করেন। এক মাস আগে তার স্ত্রী বাবার বাড়ি চলে গেছেন বলেও জানান তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে আত্মহত্যার ঘটনাটি ঘটে। স্থানীয় পোজির বাতান এলাকার একটি ভবনের দোতলা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।