সজল সরকার: নিউক্লিয়ার সাপ্লায়াস গ্রুপ (এনএসজি)-এ অন্তর্ভুক্ত হওয়ার ব্যাপারে ভারতের চেয়ে পাকিস্তানের সম্ভাবনা বেশি বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের এ উপদেষ্টা বলেন, ‘পাকিস্তান বহির্বিশ্বে অনেক দেশের সঙ্গে যে কুটনৈতিক সম্পর্কে আবদ্ধ তা-ই পাকিস্তানকে এনএসজিতে প্রবেশের ব্যাপারে সহায়তা করবে।’
পরমানু শক্তিধর ৪৩টি রাষ্ট্রের সমন্বয়ে গঠিত এনএসজি যদি এমন কোন নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করে দেয় তাহলে তা ভারতের তুলনায় পাকিস্তানের জন্যই সহায়ক হবে বলে মন্তব্য করেন আজিজ।
তবে পাকিস্তান এখনই এনএসজিতে প্রবেশের ব্যাপারে আর্জি জানাবে না বলে আজিজ বলেন, ‘ভারতের পরেই আমরা আবেদন দেব এবং রাশিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমরা সম্পর্ক রাখছি যারা ভবিষ্যতে এনএসজি’র নেতৃত্বস্থানে থাকবে।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া