গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কারাগারে কয়েদিদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩ জন আহত হয়েছে। আহত ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠনো হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে কারাগারের মাঠে ৪-৫ জন বন্দি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় গুরুতর আহত রুবেল এবং ভুট্টো নামে দু’জনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। আহত ভুট্টো জানান, জহির নামে এক কয়েদি তাদের ওপর হামলা চালায়।
জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, জহির নামে এক আসামি ২-৩ দিন আগে ওই কারাগারে আসে। তার সাথে আহতদের পূর্বশত্রুতা ছিল বলে ধারণা করছেন তিনি।
উল্লেখ্য, আহত রুবেল ১০ বছরের সাজাপ্রাপ্ত এবং ভুট্টো ও জহির বিচারাধীন মামলার আসামি।