ডেস্ক রিপোর্ট : ম্যাচ রেফারির রিপোর্টে আবাহনীর অধিনায়ক তামিম ইকবালের বিরুদ্ধে কিছু উল্লেখ না থাকায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার কথা জানিয়েছে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম)।
রিপোর্টে ম্যাচটি না হওয়ার জন্য একইসঙ্গে দুই আম্পায়ারের অসুস্থতার কথা জানিয়েছেন ম্যাচ রেফারি মন্টু দত্ত।
সিসিডিএমের প্রধান সমন্বয়ক আমিন খান বলেন, ম্যাচ রেফারির রিপোর্টে কোন খেলোয়ারের ব্যাপারে, কোন দলের ব্যাপারে বা কোন দলেরই উচ্ছৃঙ্খল দর্শকের ব্যাপারে কোন কিছু লিখেননি। উনি শুধু লিখেছেন যে আম্পায়ার অসুস্থ।
রোববার বিকেএসপিতে ঢাকা আবাহনী এবং প্রাইম দোলেশ্বরের মধ্যে সুপার লিগের ম্যাচ চলার সময় তামিম দুইবার আম্পায়ারদের সঙ্গে বিতন্ডায় জড়ান। তার উগ্র আচরণে আম্পায়ার গাজী সোহেল ও তানভির আহমেদ এক পর্যায়ে ম্যাচ রেফারির সঙ্গে কথা বলে মাঠ থেকে বেরিয়ে যান। আজ রিজার্ভ ডে-তেও মাঠে গড়ায়নি খেলা।
ম্যাচ রেফারি মন্টু দত্তের রিপোর্টে বলা হয়েছে, দুই আম্পায়ারের অসুস্থতার কারণে ম্যাচটি স্থগিত করা হয়েছে।
এখন এই ম্যাচ কবে মাঠে গড়াবে সেই সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড নেবে জানিয়ে আমিন খান বলেন, ম্যাচটা আমরা এখন বোর্ডের কাছে রেফার করে দিয়েছি। এই ম্যাচের ব্যাপারে, আম্পায়ারদের ব্যাপারে বোর্ড এখন সিদ্ধান্ত নিবে। চ্যানেলআই