সালমা পারভীন : নিয়মিত মনিটরিং আর জনসচেতনতার কারণে খাবারে ভেজালের বিষয়টি অনেকটাই কমে এসেছে বলে মন্তব্য করেছের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
সোমবার রাজধানীর বেইলি রোডের ইফতারের দোকান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
এ সময় বেশ কয়েকটি দোকানে খাবারের মান যাচাই করেন মেয়র। খাদ্যে ভেজালের বিষয়টি আগের চেয়ে সহনীয় হলেও শতভাগ ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে আরো নজরদারি বাড়ানো হবে বলেন তিনি।
খাবারে বিশেষ করে ইফতারের মান নিয়ে কোনো ধরনের আপোষ করা হবে না বলেও হুশিয়ারি দেন সাঈদ খোকন।
সময় টিভি থেকে নেয়া