ইসহাক আসিফ: বিএনপি-জামায়াতের দেশব্যাপী চলমান গুপ্তহত্যা ও নৈরাজ্যর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে আগামী ১৯ জুন কেন্দ্রীয় ১৪ দলের মানবন্ধনে রাজধানীর প্রায় ২০টি পয়েন্টে নেতা-কর্মীদের নিয়ে সকাল থেকেই ব্যানার হাতে অবস্থান করবে মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণের নেতৃবৃন্দ। ১৯ তারিখের এই মানবন্ধনকে সার্থক করতে মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রতিনিয়ত বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা-কর্মীদের মাঝে যাচ্ছেন তাদের মনোভাব চাঙ্গা করতে।
আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম রাজধানীসহ সারাদেশে এই মানববন্ধনের ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে উজ্জিবীত হয়ে ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন দুই নগরের প্রায় ২০টি পয়েন্টে মানববন্ধনে অবস্থান করবে তাদের নেতা-কর্মীরা। মহানগর উত্তরের পক্ষে থেকে রাজধানীর মিরপুর, শাহআলীর মাজার গেট, শ্যামলী, আসাদ গেট ও ফার্মগেট সহ বিভিন্ন জায়গায় মানববন্ধনে অবস্থান করবে তারা। এদিকে ধানমন্ডি ৩২ নম্বর রাসেল স্কোয়াড, সোনারগাঁ হোটেল মোড়, শাহবাগ মোড়, মৎস্য ভবন মোড়, প্রেসক্লাব, জিরো পয়েন্ট, বঙ্গবন্ধু স্টেডিয়াম, টিকাটুলি মোড়, রাজধানী মার্কেট, সায়েদাবাদ ও যাত্রাবাড়ীসহ আরো কিছু পয়েন্টে অবস্থান করবে দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এবিষয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ স¤পাদক সাদেক খাঁন বলেন, বিএনপি-জামাত পরিকল্পীতভাবে এগুলো অস্থিতিশীল নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের এ নৈরাজ্য মাঠ থেকে প্রতিহত করবো আমরা। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে ঈর্ষানিত হয়ে তারা এমন নৈরাজ্য করে যাচ্ছে। তাদের এসব কর্মকান্ডের জন্য আমরা তাদের ঘৃণা করি।
বিষয়টি নিয়ে ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ স¤পাদক শাহে আলম মুরাদ বলেন, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। যারা বিএনপি-জামায়াত এই সিরিজ হত্যার মধ্যে দিয়ে এদেশে অস্থিতিশীল করতে চাই তাদের দৃঢভীসন্ধি চক্রাš প্রতিরোধ এবং প্রতিহত করতে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা বঙ্গবন্ধু কন্যা উন্নয়নের রুপকার শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতাদের সাথে ঐক্যবদ্ধ।