হীরা, বরিশাল : জঙ্গি দমনে সাঁড়াশি অভিযানে বরিশালে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চলমান অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ৪ থানায় ১৯ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন, মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার (ডিবি) মো. ফরহাদ। অপরদিকে জেলা পুলিশ বরিশালের ১০ থানা এলাকায় একই সময়ের মধ্যে ২৪ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার এস এম আকতারুজ্জামান।