কাজী বাবলা, পাবনা : পাবনায় শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেবাশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডেকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত শিবির নেতা আরিফুল ইসলামকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার দুপুরে পুলিশ পাবনার আমলী-১ আদালতে শিবির নেতা আরিফুলকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক নাজিমুদ্দৌলা ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম পাবনা পশ্চিম শিবিরের সেক্রেটারি ও পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মুন্সি আবু কুদ্দুস জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আটক করা হয় শিবির নেতা আরিফুল ইসলামকে। তিনি আরো জানান, সোমবার এই মামলায় গ্রেপ্তারকৃত আসামি আবুল হাশেমকেও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
প্রসঙ্গত, শুক্রবার রাতে হেমায়েতপুরে পাবনা মানসিক হাসপাতালের প্রধান গেটে ঠাকুর অনুকূলচন্দ্র সেবাশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডেকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।