আরিফুর রহমান : জঙ্গি দমনে পুলিশের সাঁড়াশি অভিযানে ময়মনসিংহের মুক্তাগাছায় জেএমবির শীর্ষ নেতা গরিবুল্লাহ মৌলভিকে আটক করেছে পুলিশ। তিনি মৃত্যুদ- পাওয়া জঙ্গি নেতা বাংলা ভাইয়ের সহযোগী ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযানের চতুর্থ দিনে ৩১১৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এদের মধ্যে ২৬ জনের বিরুদ্ধে জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগ আছে।
ময়মনসিংহে ১১০ জন, রংপুরে ৯৪ জন, বগুড়ায় ৯৫ জন, নাটোরে ৬৩ জন, দিনাজপুরে ৭০ জন, সিরাজগঞ্জে ৬৩ জন ও গাজীপুরে ৭৮ জন আটক হয়েছেন।
এছাড়া ঝিনাইদহে ২৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৩৭ জন, লহ্মীপুরে ২৪ জন, লালমনিরহাটে ৪৩ জন, নোয়াখালীতে ৪৭ জন, খুলনায় ৯৯ জন, হবিগঞ্জে ৪৪ জন, বাঘেরহাটে ৫৮ জন ও টাঙ্গাইলে ৪৫ জন আটক হয়েছেন।
আটক অনেকের বিরুদ্ধে নাশকতা ও অন্যান্য অভিযোগে মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: ইনডিপেনডেন্ট টিভি.