কায়কোবাদ মিলন: সৌদি আরবের এক ব্যবসায়ীর কাছে লিবিয়ার স্বৈরাচারি শাসক গাদ্দাফির হাতির দাঁতের মহামূল্যবান ছুরি বিক্রি করতে গিয়ে তুরস্কে এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। তুরস্কের এই ব্যবসায়ীর নাম শুধুমাত্র কে কে বলে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশি টাকায় বর্তমানে এর মূল্য প্রায় ৮০ কোটি টাকা। সূত্র: প্রেস টিভি।
ওই ব্যবসায়ীর দুই সঙ্গীকে চোরাচালান আইনে ইন্তাম্বুলে আটক করা হয়েছে বলে সোমবার সে দেশের সরকারি বার্তা সংস্থা জানায়। ওই ছুরি মূল্যবান সব
রতœখচিত। হীরা, পান্না, রুবিসহ বিভিন্ন রতœখচিত এই ছুরিটি চোরাচালানির মাধ্যমে আনা এবং এর বাঁটটিও খুব সুদৃশ্য। এর ভিত্তিটা সিংহ মূর্তির আদলে নির্মিত।
তুরস্কের ওই নাগরিক তিন মাস আগে লিবিয়া থেকে এটি ৪.৬ মিলিয়ন মার্কিন ডলারে কিনেছিলেন। ২০১১ সালে গাদ্দাফির প্রাসাদ থেকে এটি লুট হয়েছিল। তিনি এটি দ্বিগুণ দামে অর্থাৎ ১০ লাখ বিলিয়ন মার্কিন ডলারে এক সৌদি ব্যবসায়ীর কাছে বিক্রি করতে মনস্থ করেছিলেন।
উল্লেখ্য, ২০১১ সালে গাদ্দাফিকে উৎখাতের সময় লিবিয়ায় ব্যাপক রাহাজানি ও লুটপাটের ঘটনা ঘটে এবং রাজনৈতিকভাবে লিবিয়া বিভক্ত হয়ে পড়ে। গাদ্দাফির উৎখাতে ন্যাটোর অভিযানের আগে সন্ত্রাসি গ্রুপ আইএস জঙ্গি দেশটিতে ব্যাপক লুটপাট চালায় এবং নানা ভাবে উপকৃত হয়।