সিলেটের সকাল রিপোর্ট ॥ নগরীর শাহজালাল সেতুর উত্তর পাশ থেকে এক বৃদ্ধ ব্যক্তির লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম তাজ উদ্দিন আহমদ (৫২)। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়া দুবাগ এলাকার মনোয়ার মিয়ার ছেলে। কেউ হত্যা করে লাশটি সড়কের পাশে ফেলে রেখে যায় বলে পুলিশ ধারণা করছে। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, সড়কের পাশে একটি লাশ পড়ে আছে এমন খবর পেয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর শাহজালাল ব্রীজ এলাকায় ছুটে যায় কতোয়ালী মডেল থানার পুলিশ। পরে ব্রীজের উত্তর পাশ থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা থানায় গিয়ে পরিচয় সনাক্ত করেন।
কতোয়ালী মডেল থানার ওসি সুহেল আহমদ জানান, এই ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এজাহার দেয়া হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।