সিলেটের সকাল : খেলাফত মজলিস সিলেট মহানগর মাখার উদ্যোগে থানায় থানায় ইফতার মাহফিল বুধবার থেকে শুরু হবে। এবারের ইফতার মাহফিলের প্রতিপাদ্য বিষয় হল-‘আর্দশ সমাজ গঠনে মাহে রামাযানের শিক্ষা।’ ৯ রমজান কোতোয়ালী থানা ইউনাইটেড সেন্টারে, ১২ রমজান শাহপরাণ থানা সূচনা কমিউনিটি সেন্টারে, ১৩ রমজান শ্রমিক মজলিস শাহপরান উপশহর প্রকল্পে, ১৫ রমজান দক্ষিণ সুরমা থানা ওয়াদী রেস্টুরেন্টে, ১৭ রমজান বিমানবন্দর থানা হোটেল পলাশে ও ১৯ রমজান জালালাবাদ থানা চিলি রেস্টুরেন্টে পৃথক পৃথক ইফতার মাহফিল আয়োজন করেছে।
উক্ত ইফতার মাহফিলগুলোতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের সিনিয়র নায়েবে ভাষাসৈনিক অধ্যক্ষ মোহাম্মদ মাসউদ খান, নায়েবে আমীর প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য হাফিজ মাওলানা নূরুজ্জামান, সিলেট জোন ইনচার্জ মুহাম্মদ নজরুল ইসলাম, সহকারী ইনচার্জ মুহাম্মদ আবু হাসিন, সিলেট মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমান, সিলেট জেলা সভাপতি মাওলানা সৈয়দ মোশাহিদ আলী। ইফতার মাহফিল সমূহ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুন।