বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ঝড়ে ক্ষতিগ্রস্থদের চাল বিতরণে গড়িমসির অভিযোগ উঠেছে। সম্প্রতি ঝড়ে ওই এলাকার ৭৫০জন ক্ষতিগ্রস্তের জন্যে ১৫ টন চাল বরাদ্দ দেওয়া হয়। গত ১৫ মে বরাদ্দ অনুমোদন হলেও এখন পর্যন্ত চাল বিতরণ করা হয়নি। প্রত্যেককে ২০ কেজি করে চাল দেওয়ার কথা ছিলো।
জানা যায়, সম্প্রতি বিশ্বম্ভরপুর উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ধনপুর, সলুকাবাদ,ও পলাশ ইউনিয়নে সরকার জিআর হিসেবে ওই চাল বরাদ্দ দেয়।
সূত্র জানায়, সংশ্লিষ্ট ইউপি সচিবদের দয়িত্বে চাল বিতরণ করার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ১৫ মে নির্দেশ দেন। কিন্তু সংশ্লিষ্ট ইউপি সচিবদের অবহেলার কারণে প্রায় এক মাস গত হলেও জিআর বরাদ্দের এ চাল খাদ্যগোদামেই পড়ে আছে।
এ বিষয়ে ধনপুর ইউপি সচিব কৃপেশ রঞ্জন রায় বলেন ডিও হওয়ার বিষয়টি জানানো হয়নি তাই চাল বিতরণ করা হয়নি। পলাশ ইউপির ভারপ্রাপ্ত সচিব(একই)কৃপেশ রঞ্জন জানান আজকালের মধ্যেই চাল বিতরণ করা হবে। সলুকাবাদ ইউপি সচিব ওয়ালিউল্লাহ’র মুঠোফোন বন্ধ পাওয়া যায়,এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম ওয়ালিউল ইসলাম জানান ধনপুর ইউপিতে সাড়ে সাত টন, সলুকাবাদে সাড়ে ৪টন, পলাশে ৩টন চাল বরাদ্দ দেয়ার সাথে সাথে জানানো হয়েছে। কিন্তু সচিবগণ চাল বিতরণে গড়িমসি করছেন। বিশ্বম্ভরপুর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তালুত জানান দ্রুত চাল বিতরণের ব্যবস্থা করা হবে।