নাশরাত আর্শিয়ানা চৌধুরী : কাবা শরিফ ও মসজিদে নববী রক্ষায় প্রয়োজনে বাংলাদেশ সেনা পাঠাবে বলে সৌদি সরকারকে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি আরবও এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। তবে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটে যোগ দেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রী বিষয়টি মন্ত্রিসভার নিয়মিত বৈঠকেও জানিয়েছেন। তবে কেমন করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পাঠানো হবে এই ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সেনাবাহিনী প্রধানের সঙ্গে কথা বলেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সেনাপ্রধান ৯ জুন কঙ্গো গেছেন। আজ সকালে কঙ্গো থেকে তার দেশে ফেরার কথা রয়েছে।
সেনা সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী সৌদি আরবে সেনা পাঠানোর কথা বলেছেন। কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি। আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও কিছু জানানো হয়নি। তাই কিভাবে সেনা পাঠানো হবে তা ঠিক হয়নি। বিষয়টি নিয়ে আজ বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধানের বৈঠক হবে। সেই বৈঠকে তারা এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশে এর আগে জাতিসংঘের অধীনে ছাড়া অন্য দেশে সরাসরি সেনা পাঠায়নি। এবার প্রধানমন্ত্রী জাতিসংঘের অধীনে, নাকি বিশেষ কোনো সিদ্ধান্ত নিয়ে সেনা পাঠাতে চাইছেন সেটা দেখতে হবে। তবে ভালো হয় যদি জাতিসংঘের অধীনে করা হয়। জাতিসংঘের অধীনে যদি সেনা পাঠানো হয়, তাহলে অন্যান্য দেশে যেভাবে পাঠায় সেইভাবেই করা হবে। কিন্তু যদি জাতিসংঘ সৌদি আরবে সেনা না পাঠানোর সিদ্ধান্ত নেয়, কিংবা বিশেষ কোনো সিদ্ধান্ত না নেয় এবং সৌদি আরবও জাতিসংঘের অধীনে সেনাবাহিনী না নেয় তাহলে বাংলাদেশকে আলাদা করে সৌদি আরবের প্রয়োজন ও চাহিদা বিবেচনা করেই সেনা পাঠাতে হবে। সেই ক্ষেত্রে কেমন করে সেনাবাহিনীর সদস্যদের পাঠানো হবে তা নিয়ে সিদ্ধান্ত হতে হবে। কারণ এর আগে এই ধরনের কাজের জন্য কোনো দেশে সেনাবাহিনীর সদস্যদের পাঠানো হয়নি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী সম্প্রতি সৌদি আরব সফর করেছেন। ওই সফরের ব্যাপারে তিনি মন্ত্রী পরিষদকে অবহিত করেছেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, সৌদি সামরিক জোটে সেনা পাঠানোর বিষয়ে কোনো কথা হয়নি। কেবল পবিত্র মক্কা ও মদিনা শরিফ রক্ষায় সেনা পাঠানোর কথা বলা হয়েছে। সেনা পাঠানোর পাশাপাশি বাংলাদেশ থেকে সৌদি আরব যে ৫ লাখ শ্রমিক নেওয়ার কথা হয়েছে এই বছর থেকে সেই প্রক্রিয়া শুরু হবে। সম্পাদনা : সুমন ইসলাম