আমিন ইকবাল : রমজানে কেবল উপোবাস যাপন নয়; অশ্লীলতা, পাপাচার ও অমানবিক কাজ থেকেও বিরত থাকার আহ্বান জানিয়েছেন জামিয়া ইকরা হবিগঞ্জের প্রিন্সিপাল, মাসিক পাথেয়’র নির্বাহী সম্পাদক মাওলানা মাসউদুল কাদির।
দৈনিক আমাদের অর্থনীতি ও আমাদের সময় ডটকম আয়োজিত রমজানবিষয়ক বিশেষ আয়োজন ‘আমাদের রমজান’-এ তিনি বলেন, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাস রমজান। রমজানের রোজা পালন সকল মানুষের জন্য ফরজ। রোজা পালনের মাধ্যমে আমাদের অন্তরে খোদাভীতি তৈরি হবে। আল্লাহর ভয় নিয়ে আমরা রোজা পালন করবো। একজন রোজাদার কখনও পাপ করবে না। অমানসিক-অমানবিক কার্যক্রমে জড়াবে না। রোজাদার সব সময় মানুষের কল্যাণকামী হবে। পরোপকারী হবে।
মাওলানা মাসউদুল কাদির বলেন, আল্লাহ তায়ালা উপহার হিসাবে আমাদেরকে রোজা দিয়েছেন; আমরা যেন নিজেদের গড়তে পারি। আল্লাহর বান্দা হিসাবে নিজেকে তৈরি করতে পারি। আমরা যদি পূর্ণ নৈতিকতা ও খোদাভীতির সাথে রোজা পালন করতে পারিÑ এ রোজার প্রতিদান হবে অকল্পনীয়। এ বিষয়ে হাদিসে কুদসিতে আল্লাহ নিজেই বলেছেনÑ ‘তোমাদের রোজা কেবল আমার জন্য। এর প্রতিদান আমি নিজেই দেবো।’
আমাদের অর্থনীতির সিনিয়র সহ-সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুবের উপস্থাপনায় তিনি আরও বলেন, রাসুল সা. বলেছেন, ‘যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রোজা পালন করবে তার পূর্ববর্তী সকল গোনাহ্ মাফ করে দেয়া হবে।’ রাসুলের এই ঘোষণা শুধু উপোবাস জীবনের জন্য নয়; বরং সব ধরনের অনাচার, পাপাচার থেকে মুক্ত থেকে রোজা পালন করতে হবে। সুদ-ঘুষ-ধর্ষণ-হত্যা ইত্যাদি জঘন্য অপরাধ থেকে বিরত না থেকে রোজা পালনের কোনো অর্থ নেই। এতে উপোবাস যাপন ছাড়া আর কিছুই হবে না। তাই আসুন, নৈতিকতা ও খোদাভীতি প্রতিষ্ঠার মাধ্যমে রমজান মাসের পবিত্রতা বজায় রাখি। আল্লাহ আমাদের সহায় হোন।