গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর এলাকায় কলেজছাত্র মাসুদ রানা (১৭) হত্যার দায়ে দুই বন্ধুর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাদের উভয়কে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়।
গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক বুধবার (১৫ জুন) এ দণ্ডাদেশ দেন।
নিহত মাসুদ রানা কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর এলাকার মো. নূরুল ইসলামের ছেলে।
দণ্ডপ্রাপ্তরা হলেন একই উপজেলার ছোট লতিফপুর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে মো. পারভেজ (২৩) ও আমজাদ হোসেনের ছেলে অমিত হাসান (২১)।
গাজীপুর কোর্ট পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর রাতে ওই এলাকার মো. নূরুল ইসলাম তার ছেলে মাসুদ রানাকে বাড়িতে একা রেখে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় তার মেয়ের বাড়িতে বেড়াতে যান। ওই দিন রাত আড়াইটার দিকে তাস খেলাকে কেন্দ্র করে মাসুদকে তারই দুই বন্ধু পারভেজ ও অমিত হাসান কাঁচি দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে। এ সময় বাড়ির আশপাশের লোকজন মাসুদের চিৎকারে এগিয়ে আসে। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় এলাকাবাসীর সহায়তায় পুলিশ মো. পারভেজ ও অমিত হাসানকে আটক করে। এ ঘটনায় পরদিন ২৭ সেপ্টেম্বর নিহতের বাবা মো. নুরুল ইসলাম নবী বাদী হয়ে পারভেজ ও অমিত হাসানকে আসামি করে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম তদন্ত শেষে ওই বছরের ৩০ নভেম্বর অভিযুক্ত দু’জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে ৫ এপ্রিল আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি পারভেজ ও অমিত হাসান দোষী সাব্যস্ত হওয়ায় তাদের মৃত্যুদণ্ডাদেশ দেন বিচারক।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট হারিজ উদ্দিন। আসামিপক্ষে ছিলেন মো. মজিবুর রহমান।