সজল সরকার : ভারতের জম্মু ও কাশ্মিরে মন্দির ভাঙ্গাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কয়েকজন যুবক দুইজন মুসলিম ছেলেকে পিটিয়েছে মন্দির ভাঙ্গার অপরাধে। ঘটনা ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয় জানিপুর এলাকায়।
সংবাদ মাধ্যমকে স্থানীয় লোকজন জানায়, একটি মন্দিরের জ্বানালা ও দরজা কে বা কারা ভেঙ্গে ফেললে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং কয়েকজন যুবক দুইজন মুসলিম ছেলেকে এ অভিযোগের জন্য মারধর করে। খবর ছড়িয়ে পড়লে এলাকার হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
উত্তেজিত জনগণ একটি স্কুল বাস ভাংচুর করে এবং স্থানীয় পুলিশ ফাঁড়ির দিকে এগিয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও পরিস্থিতি এখনও থমথমে অবস্থায় রয়েছে।
সূত্র : নিউ কেরালা