নাজনীন পলাশী : দালালরা সৌদি আরবে গৃহকর্মী নিয়োগে রমজান মাসকে কাজে লাগাচ্ছে। তারা গৃহকর্মী নিয়োগ দিতে উচ্চ মূল্য নির্ধারণ করছে। রমজানে একজন গৃহকর্মী নিয়োগে প্রতি মাসে দালালরা নিচ্ছে ৫ হাজার রিয়েল। আর তারা সেটা দিতে ব্যর্থ হলে কঠিন শাস্তি পেতে হয়। খবর আরব নিউজের
রিক্রুটমেন্ট অফিস বলেছে, এটি একটি কালোবাজারি চর্চা। এভাবে গৃহকর্মী নিয়োগের কোন অনুমতি নেই। কিন্তু চাহিদা বেশি থাকার কারণে তাদের মূল্য বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতির সুযোগে অবৈধ নিয়োগকারিরা এ ধরনের কাজ বেশি করছে।
দরকষাকষি ছাড়া যে কোনো বেতনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে সহজেই গৃহকর্মী যোগাড় করা যায়। এসব ক্ষেত্রে কোন বিধিনিষেধও মানা হয়না।
উম্মে বদর নামের একজন গৃহিনী বলেন, বিশেষ করে গৃহিনীদেরকে যে কোনো বেতন দিয়ে নিয়োগ করা যায়। আর জটিল নিয়োগ পদ্ধতির কারণেই এটি সম্ভব হচ্ছে।
দালালরা রমজানের আগে চারদিকে যোগাযোগ করে এবং গৃহকর্মী যোগাড়ের কাজে লেগে যায়।
উম্মে আব্দুল আজিজ হাসান বলেন, একজন গৃহকর্মী প্রতি ঘন্টায় ২৫ রিয়েল পেলে এটা তার জন্য যথেষ্ট। এক গৃহকর্মী মা বলেন, এশিয়ার গৃহকর্মীর মজুরি ১ হাজার ৭শ’ থেকে ২ হাজার ৫শ’ মধ্যে হয়ে থাকে। এছাড়া তিনি বলেন, তিনি প্রতি মাসে ৬ হাজার রিয়েল আয় করেন।