স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকায় দুর্বার আর্জেন্টিনার কাছে অসহায় হয়ে পড়েছে বলিভিয়া। ৩-০ গোলে বলিভিয়াকে হারিয়ে দিয়েছে তারা। টানা দুই ম্যাচ জিতে এরই মধ্যে শতবর্ষী কোপার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
খেলার ৩২ মিনিটে আর্জেন্টিনা এখন ৩-০ গোলে এগিয়ে রয়েছে। দুই মিনিটের ব্যবধানে তারা প্রথম দুটি গোল করেছে। ১৩ মিনিটে এরিক ল্যামেলা গোল করে দলকে এগিয়ে দেন। ২৫ গজ দূর থেকে নেয়া তার ফ্রি-কিকটি বলিভিয়ার দেয়াল গুঁড়িয়ে দেয়।
দ্বিতীয় গোলটি করেন এজেকুইল ইভান ল্যাভেজ্জি। এরপর ৩২ মিনিটে তৃতীয় গোলটি করেন ভি কয়েস্তা। এটা তার প্রথম আন্তর্জাতিক গোল। এই ম্যাচে মেসিকে প্রথম একাদশকে রাখা হয়নি। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছেন মেসি।
সিয়াটলের সেঞ্চুরি লিংক ফিল্ড স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকা আর্জেন্টিনা ম্যাচের ১৩ মিনিটেই লামেলার গোলে এগিয়ে যায়। এর দুই মিনিট পর লাভাজ্জি গোল করে ব্যবধান দিগুণ করেন। আর ম্যাচের ৩২ মিনিটে কুয়েস্টা গোল করলে প্রথমার্ধেই ৩-০ গোলের লিড পায় মার্টিনোর শিষ্যরা।
এদিকে বলিভিয়ার জন্য ম্যাচটা শুধুই আনুষ্ঠানিকতার। গ্রুপে পানামা ও চিলির কাছে হেরে এরইমধ্যে আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তাদের। তবুও, শেষটা অন্তত ভালভাবে করে যেতে চায় তারা।