ডেস্ক রিপোর্ট : প্রিমিয়ার লিগে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান প্লেয়ার বাই চয়েসে মুস্তাফিজকে দলে নেয়। কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), তার বাড়িতে যাওয়া এবং ইনজুরির কারণে তাকে পাচ্ছে না মোহামেডান।
তবে মোহামেডান-আবাহনীর ম্যাচ বলে কথা। তাই আগের দিন মোহামেডানের অনুশীলনের সময় সতীর্থদের সঙ্গে দেখা করে গল্পে মেতে ওঠেন কাটার মাস্টার। তবে কি আবাহনীর বিপক্ষেই মাঠে নামছেন মুস্তাফিজ?
হেসে মুস্তাফিজই উত্তর দিলেন, ‘এমনিই অনুশীলন দেখতে এলাম। এখনই খেলার কোনো সম্ভাবনা নেই।’ মোহামেডানের ম্যানেজার ওয়াসিম খানও দিলেন একই তথ্য, ‘আগে ও পুরোপুরি ফিট হোক। তারপর খেলানোর চিন্তা করব।’
কুশলবিনিময় শেষে ব্যাট নিয়ে বেশ কিছুক্ষণ কসরত করেন মুস্তাফিজ। সতীর্থদের সঙ্গে হাসিঠাট্টায় কিছুক্ষণ কাটানোর পর মাঠের অপরপ্রান্তে আবাহনীর শিবিরে যান তিনি। এরপর আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন কাটার মাস্টার। প্রিয়