ডেস্ক রিপোর্ট : আইসল্যান্ডের কোচ লার্স ল্যাজারব্যাকের রসবোধটা বেশ উচুঁমানেরই বলতে হয়। মাঠে দুই পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও পেপের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, ‘রোনালদো-পেপে তুখোড় অভিনেতা, ওদের হলিউডে যাওয়া উচিৎ।’
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত একটায় ইউরো চ্যাম্পিয়নশিপে পর্তুগালের মুখোমুখি হচ্ছে আইসল্যান্ড। এর আগে দলটির কোচ এমন বিদ্রুপ করে আলোচনার ঝড় তুললেন। বললেন, ‘পর্তুগালের তো বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় রোনালদো আছে। কিন্তু সেই সাথে সে অসাধারণ অভিনেতাও। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আতলেতিকোর বিপক্ষে আমরা হলিউডে যাওয়ার মতো আরেকজনের পারফরম্যান্স দেখেছি।’
৬৭ বছর বয়সী এই কোচ পেপের ব্যাপারে বললেন, ‘আমি যদি পেপের কথা বলি, ভিডিও ক্লিপ দেখুনৃঅভিনয়টা সত্যি উচু মানের। তবে হলিউডে তাদের কেমন চাহিদা আছে তা আমার জানা নেই।’
এবার দেখার বিষয় হল আইসল্যান্ডের মত নবীন দল পর্তুগালের বিপক্ষে কেমন ফুটবল খেলতে পারে। এটা আইসল্যান্ডের জন্য প্রথম কোনো বড় আসর। আর তাতে ‘এফ’ গ্রুপে প্রথম ম্যাচেই পড়েছে বড় দল পর্তুগালের সামনে। প্রিয়