মৌলভীবাজার সংবাদদাতা : হাতির বোঝা যদি ছাগলের উপর তুলে দেওয়া হয় তাহলে সেই হতভাগা ছাগলের মৃত্যু যেমন অনিবার্য, তেমনি মহাসড়কের ভার যদি আঞ্চলিক সড়কের উপর চেপে দেওয়া হয় তাহলে সেই সড়কের অবস্থা বেহাল হবেই। সিলেট-মৌলভীবাজার সড়কের অবস্থা তা-ই হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুরে কুশিয়ারা নদীর উপর নির্মিত শেরপুর সেতু মেরামতের জন্য ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করার পর ১০ জুন শুক্রবার থেকে সিলেটের সকল গাড়ী শ্রীমঙ্গল-মৌলভীবাজার- ফেন্সুগঞ্জ হয়ে যাতায়াত করছে। হঠাৎ করে মহাসড়কের গাড়িগুলো এই সড়ক দিয়ে যাতায়াতের ফলে মৌলভীবাজার জেলা শহরে মাত্রতিরিক্ত যানজট বেড়েছে। যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে মানুষের জীবন। বড় বড় গাড়ির চলাচল আর হর্নের শব্দে রাস্তার আশপাশের বাসাবড়ি, দোকানপাট, স্কুল-কলেজ অফিসগুলোতে বিরূপ প্রভাব পড়ছে। পথচারীরা খুব আতংক নিয়ে রাস্তায় চলাচল করছেন। এছাড়া প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। যেকোনো সময় প্রাণহানির মতো বড় দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশংকা করা হচ্ছে।
গতকাল ওই রাস্তা দিয়ে যান ভারি চলাচলের দৃশ্য পর্যবেক্ষণকালে স্থানীয় সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল বলেন, ‘গাড়ির বাদামে মুলইবাজারর রাস্তা ভাঙ্গি যার। ১৪ দিন ফরে এই রাস্তা আর আগের মতো রইতো নায়। পারলে ইকটা লইয়া একটা নিউজ করিয়া দুনিয়ার মাইনসরে দেখাও।’
রাস্তার বেহাল অবস্থা দেখে এভাবেই মনঃকষ্ট নিয়ে নিজের অভিব্যাক্তি প্রকাশ করলেন মৌলভীবাজারের ভুক্তভোগী অনেকেই। এছাড়া রাস্তা পর্যবেক্ষণকালে দেখা যায়, রাস্তার অনেক জায়গায় উঁচু-নিচু ঢেউয়ের মতো হয়ে গেছে এবং অনেক জায়গায় ভেঙে গেছে।
এদিকে, অতিরিক্ত গাড়ির কারণে মৌলভীবাজারে সৃষ্ট যানজট নিয়ন্ত্রণে মাঠে নেমেছেন মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল। গত রোববার একই সাথে তার সাথে মাঠে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম, এ এসপি রাশেদুল ইসলাম, মৌলভীবাজার মডেল থানার আফিসারবৃন্দ ও মৌলভীবাজার ট্রাফিক পুলিশের সদস্য। তাদের সাথে যোগ দিয়েছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। যানজট নিয়ন্ত্রণে মৌলভীবাজার সাইফুর রহমান সড়ককে করা হয়েছে ওয়ানওয়ে।
মৌলভীবাজার পুলিশ সুপার শাহজালাল জানান, ২২ জুন পর্যন্ত মৌলভীবাজার শহরবাসীকে একটু কষ্ট করতে হবে। বিশেষ করে সাইফুর রহমান রোর্ডের বাসিন্দা ও ব্যবসায়ীদের। এই সময়ে যানবাহন নিয়ে চৌমুহনা থেকে শুধু এই সড়কে প্রবেশ করা যাবে। এই দিকে বের হওয়া যাবে না। তিনি জানান, জনগণকে জানানোর জন্য ইতোমধ্যে শহরে মাইকিংও করা হয়েছে।
এ সময় তিনি মৌলভীবাজার চাঁদনীঘাট বাস স্ট্যান্ড থেকে শ্রীমঙ্গল রোড ঢাকা বাস স্ট্যান্ড পর্যন্ত যত্রতত্র গাড়ি পার্কিং না করার জন্যও জনসাধারণ ও গাড়ির চালকদের প্রতি অনুরোধ জানান।
মৌলভীবাজারে যানজট নিয়ন্ত্রনে থাকলেও মৌলভীবাজারের শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং এবং ইজিবাইক ও সিএনজি অটোরিকশার কারণে একটু পর পরই যানজট বাঁধে। যা নিয়ন্ত্রণে পুলিশ ও ট্রাফিক বিভাগের আরো ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে দাবি জানিয়েছেন দূরপাল্লার চালক ও যাত্রীরা।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, যানজট নিয়ন্ত্রণে তারাও কাজ করছেন এবং হবিগঞ্জ রোড থেকে সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক সরানোর জন্য দ্রুত ব্যবস্থা নিচ্ছেন।
উল্লেখ্য, মৌলভীবাজারের কুশিয়ারা নদীর উপর শেরপুর সেতুর জরুরি মেরামত কাজের জন্য ১০ জুন সকাল থেকে ২২ জুন ভোর ৬টা পর্যন্ত এ সেতুর উপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।