মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সোহেল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে লামা পৌরসভা এলাকার হাসপাতাল পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। সোহেল হাসপাতাল পাড়ার বাসিন্দা মো. শফিউল আলমের ছেলে।
সম্প্রতি সে কৃষি ডিপ্লোমা কোর্স শেষ করে চাকরির জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থায় আবেদন করেছিল বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে সোহেল নারিকেল পাড়ার জন্য গাছে উঠে। এ সময় গাছে থাকা বিদ্যুতের তার ছিল। সে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। স্বজনেরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোহেল মারা যান।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন বিদ্যুৎর্স্পৃষ্ট হয়ে সোহেলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।