আবু সাইদ: দুর্বৃত্তদের গুলি এবং ছুরিকাঘাতে আহত যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য জো কক্স নিহত হয়েছেন। ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে বৃহস্পতিবার দুপুরে হামলার শিকার হন জো কক্স।ঘটনাস্থল থেকে কক্সকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে লিডস জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।
ঘটনার এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানায়, দুই সন্তানের মা ৪১ বছর বয়সী জো কক্সকে প্রথমে খুব কাছ থেকে গুলি করা হয়। আহত কক্স রাস্তায় পড়ে গেলে এক হামলাকারী এগিয়ে এসে তাঁকে ছুরিকাঘাত করে।
হামলাকারী সন্দেহ ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে ব্রিস্টলের মার্কেট স্ট্রিট থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ। সূত্র: বিবিসি