মমিনুল ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানিয়েছেন, যেসব মুসলিমরা চরমপন্থার দিকে ঝুঁকে পড়তে পারে তাদের বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করে থাকে আমেরিকার মুসলিমরা। আমেরিকার মুসলিমরা চরমপন্থি হামলার আশঙ্কা সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করেন না, মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের এমন দাবির পাল্টা জবাবে এ কথা জানিয়েছে এফবিআই কর্মকর্তারা।- টাইমস অব ইন্ডিয়া।
সোমবার সিএনএন’কে দেয়া এক সাক্ষাতকারে ট্রাম্প দাবি করেন, মুসলিমরা চরমপন্থির দিকে ঝুঁকে যাওয়া মুসলিমদের সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করেন না। অরল্যান্ডোতে সমকামীদের একটি নাইটক্লাবে এক মুসলিম যুবকের গুলিতে ৪৯ জন নিহত হওয়ার প্রেক্ষিতে এ মন্তব্য করেন তিনি। কিছু কারণের জন্য মুসলিম সম্প্রদায় এ ধরনের মানুষ সম্পর্কে খবর দেয় না বলে দাবি করেন ট্রাম্প।
তবে এফবিআই পরিচালক জেমস কামি বলেছেন, মুসলমানরা চায় না মানুষ সহিংসতা সংঘটিত করুক। হয় তা তাদের সম্প্রদায়ের মধ্যে হোক অথবা তাদের বিশ্বাসের নামেই হোক। সুতরাং মুসলিম জনগণের সঙ্গে আমাদের অনেক গঠনমূলক সম্পর্ক রয়েছে। তারা সহিংসতার আশঙ্কা লক্ষ্য করলে আমাদের জানিয়ে থাকে।
অরল্যান্ডো হামলার বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কামি এ কথা বলেন। বলেন, এফবিআই এর সঙ্গে এই জাতিগোষ্ঠীর ভাল সম্পর্ক রয়েছে।
এফবিআই এর ওয়াশিংটন ফিল্ড অফিসের মুখপাত্র অ্যান্দ্রিউ অ্যামেস বুধবার রয়টার্সকে বলেন, স্থানীয় মুসলিমদের সঙ্গে সংস্থার বলিষ্ঠ সম্পর্ক রয়েছে। এ এলাকায় কর্মরত এফবিআই এজেন্টরা সন্দেহভাজন কর্মকা- ও অন্যান্য বিষয়ে মুসলিমদের থেকে তথ্য পেয়ে থাকে। সম্পাদনা : রাশিদ রিয়াজ