মমিনুল ইসলাম: অবশেষে ইরানে ভারতের গোয়েন্দা সংস্থা র’ এর নেটওয়ার্ক বিষয়ে তদন্ত চেয়ে পাকিস্তানের লেখা চিঠির উত্তর দিয়েছে তেহরান। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লেখা এ চিঠিতে বুধবার লিখিতভাবে এ সাড়া দিয়েছে ইরান সরকার। তবে চিঠিতে কী জানানো হয়েছে তা গণমাধ্যমের কাছে প্রকাশ করেনি পাকিস্তান।
সূত্র অনুযায়ী, ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মেহদি হুনারদুস্ত পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী চৌধুরী নিসার আলী খানের কাছে লিখিত এ প্রতিক্রিয়া হস্তান্তর করেছেন। বুধবার খানের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে চিঠি হস্তান্তর করেন তিনি।
আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে নিরাপত্তাসহ কিছু সংখ্যক বিষয়ে সহযোগিতা সম্প্রসারণে অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। এছাড়া এ অঞ্চলে বিরাজমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বৈঠকে।
চৌধুরী নিসার আলী স্পষ্ট করেই বলেছেন, কোন তৃতীয় পক্ষ পাকিস্তান ও ইরানের মধ্যকার সম্পর্ক প্রভাবিত করতে পারবে না। বৈঠকে দুদেশের মধ্যে সীমানা পর্যবেক্ষণ ও সময়মত তথ্য আদান-প্রদানের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
বেলুচিস্তান থেকে ভারতীয় গুপ্তচর কুলভুষান যাদব আটকের খবর প্রকাশিত হওয়ার একদিন পর গেল মার্চে পাকিস্তান সফর করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। পরে মাসের শেষে পাক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরিফ আহমেদ খান ইরানি রাষ্ট্রদূতের কাছে একটি চিঠি লেখেন। এ চিঠিতে ইরানে যাদবের কর্মকা- তদন্ত ও তার তথ্য প্রদানের জন্য তেহরানের কাছে দাবি জানায় ইসলামাবাদ। পাশাপাশি যাদবকে সহায়তাকারী র’ সাব ইনস্পেক্টর রাকেশ ওরফে রিজওয়ান সম্পর্কেও জানতে চায় পাকিস্তান। রাকেশকে অবিলম্বে আটক করে পাকিস্তানের কাছে হস্তান্তর করতে বলা হয়।
জানা যায়, যাদব জুয়েলারি ব্যবসার আড়ালে ইরানের চবাহারে প্রবেশ করে। তাকে সহযোগিতা করে র’ সাব ইনস্পেক্টর রাকেশ। পরে সে ইরানের ভিসা নিয়ে ভারতের পাসপোর্ট সহকারে পাকিস্তানের বেলুচিস্তানে প্রবেশ করে। সূত্র: ডন