এখনো ১২০ টাকার লুঙ্গি পরেন বলে গাইবান্ধার এমপি ডা. মো. ইউনুস আলী সরকার। তিনি বলেন, ‘কথায় কথায় বলা হয় এমপিরা টিআর খায়ৃ আসলে কথাটা সত্যি না। আমি একজন সংসদ সদস্য হিসেবে এখনো ১২০ টাকার লুঙ্গি পরি। আমার মত সব সংসদ সদস্যই একমত হবেন এমপিরা কোনো টিআর খায় না। আমরা সবাই এলাকার উন্নয়ন করি।’
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-২০১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ডা. মো. ইউনুস আলী সরকার এসব কথা বলেন।
এসময় ডা. ইউনুস আলী সরকার বলেন, সরকারি পিয়ন থেকে শুরু করে সচিব পর্যন্ত সবাই ঈদ বোনাস পান। বৈশাখেও বোনাস দেয়া হয়। আমরা কোনো বোনাস পাই না। তাই আমাদের জন্যও বোনাসের ব্যবস্থা করা হোক।