বড়লেখা প্রতিনিধি:দেশের সর্ববৃহৎ প্রাকৃতিক জলপ্রপাত মাধবকুণ্ডে আবারও টিলা ধসের ঘটনা ঘটেছে। এতে মূল জলপ্রপাতের ডানদিকের টিলার উপরের বেশ কিছু পাথর নিচে ধসে পড়েছে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। খবর পেয়ে বন বিভাগ, এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ধসে পড়া স্থান পরিদর্শন করেছেন।
বিভাগীয় বন কর্মকর্তা মনিরুল ইসলাম বৃহস্পতিবার জানান, পর্যটকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। আপাতত আর ধসে পড়ার আশঙ্কা নেই। এর আগে জলপ্রপাতে যাওয়ার রাস্তায় ফাটল দেখা দেয়ায় তা অস্থায়ীভাবে মেরামত করা হয়েছে। জুলাই মাসে ধসে পড়া স্থানে স্থায়ী মেরামত কাজ করা হবে বলে তিনি জানিয়েছেন।
বন বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৮ মে টানা বর্ষণে জলপ্রপাতের পানি পড়ার স্থানে যাওয়ার রাস্তার এক পাশের একটি টিলায় ফাটলের সৃষ্টি হয় এবং জলপ্রপাতে যাওয়ার রাস্তার বেশ কিছু অংশ নিচের দিকে দেবে যায়। এসময় ভূমিধসে পর্যটকদের বিশ্রাম নেওয়ার ছাউনি, পর্যটক পুলিশের চৌকি ও একটি শিবমন্দির ভেঙে পড়ে।
মঙ্গলবার রাতের বৃষ্টিপাতে মাধবকু- জলপ্রপাতের পানি পড়ার স্থানের কাছে প্রায় ২’শ ফুট উঁচু টিলার এক পাশ থেকে আবারও কঠিন শিলা ভূমি ধসের ঘটনা ঘটেছে। খবর পেয়ে বুধবার সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মনিরুল ইসলাম, বড়লেখা উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, মৌলভীবাজার পাউবো’র উপ বিভাগীয় প্রকৌশলী-২ ইমান আলী, জুড়ী রেঞ্জ-২ কর্মকর্তা মোহাম্মদ কামরুল মোজাহীদ ঘটনাস্থাল পরিদর্শন করেন।