সিলেটের সকাল রিপোর্ট ॥ ট্রাক পরিবহন শ্রমিক ও দোকান পরিবহন শ্রমিকদের সংঘর্ষে বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর ক্বীনব্রীজ থেকে কালীঘাট পর্যন্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বেলা আড়াইটা থেকে শুরু হওয়া সংঘর্ষ প্রায় সাড়ে ৩টা পর্যন্ত চলে। এ সময় প্রায় শতাধিক ট্রাক ভাংচুর করা হয়। খবর পেয়ে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা আড়াইটায় কালীঘাট চালের আড়তে একটি পিক আপ ভ্যানে চাল উত্তোলন নিয়ে ট্রাক পরিবহন শ্রমিকদের সাথে দোকান শ্রমিকদের কথা কাটাকাটি হয়।
এর জের ধরে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে কোতয়ালী থানার ওসি সোহেল আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। সাবেক মেয়র কামরান এবং সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে দু’পক্ষকে শান্ত করেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।
এ ব্যাপারে কোতয়ালী থানার ওসির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল রিসিভ করেননি।