ইসমাঈল হুসাইন ইমু : সরকারকে বেকায়দায় ফেলা ও খিলাফত রাষ্ট্র কায়েমের নামে আবারও সক্রিয় হচ্ছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর। আজ শুক্রবার সমাবেশ ডেকেছে দলটি। সমাবেশ উপলক্ষে কয়েক হাজার হিজবুত সদস্য দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় অবস্থান করছে।
এদিকে আইন শৃঙ্খলা বাহিনী হিজবুতের সামবেশের ব্যাপারে সতর্ক অবস্থায় রয়েছে। নগরীর বিভিন্ন মসজিদের সামনে আশপাশে সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইতিমধ্যেই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।
জানা যায়, গতবছর রমজান মাসে একই কায়দায় পোষ্টার ছাপিয়ে সমাবেশের ঘোষণা দেয় দলটি। পরে নির্দিষ্ট দিনে ইফতার শেষ হতে না হতেই পল্টনে পুলিশের ওপর হামলা চালায়। এবার তারা আরও ভংঙ্কর কোন ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিভিন্ন সময় র্যাব-পুলিশের হাতে ধরা পড়া হিজবুত সদস্যরা জানিয়েছেন, দেশে নতুন করে নেটওয়ার্ক গড়ে তোলা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার কথা স্বীকার করেছেন।
তারা জানিয়েছে, এছাড়া তাদের অর্থের উৎস বিদেশী এক গোয়েন্দা সংস্থা। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পর্ক আছে হিযবুত তাহরীরের। তাদের যোগাযোগের মাধ্যম হচ্ছে মওদুদীবাদী জামায়াত। হিযবুত তাহরীর সংগঠকরা ইসলামের দোহাই দিয়ে মগজ ধোলাই করে কর্মী সংগ্রহের দুর্গ হিসেবে বেছে নিয়েছে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজসহ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্রদের।
এছাড়া গরীব ও মেধাবী শিক্ষার্থীদের টার্গেট করে দলে ভেড়ানোর কাজ চালিয়ে আসছে তারা। ওইসব শিক্ষার্থীদের মগজ ধোলাইয়েল মাধ্যমে পর্যায়ক্রমে নেতৃত্ব স্থানে নেয়া হয়। শুধু তাই নয় মাঠ পর্যায়ে হামলা চালানোসহ জঙ্গি প্রশিক্ষণও দেয়া হয় নতুনদের।