জাহিদুল কবীর মিল্টন : যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতাসহ বিভিন্ন মামলার ৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ জুন বৃহস্পতিবার রাত থেকে ১৭ জুন শুক্রবার সকাল পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়।
যশোর পুলিশের কন্ট্রোল রুম থেকে মিজানুর রহমান জানিয়েছেন, ১৬ জুন বৃহস্পতিবার রাত থেকে ১৭ জুন শুক্রবার সকাল পর্যন্ত জেলার ৯টি থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৮৩ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে জামায়াত ৭ জন ও শিবিরের ২ জন কর্মী রয়েছে। আটককৃতদের ১৭ জুন শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।