আবু সাইদ: তিন দিনের সফরে বৃহস্পতিবার রাতে মিয়ানমারের রাজধানী নে পি দো’তে পৌঁছেছেন ফ্রান্সের পররাষ্ট্র ও আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী জেন-মার্ক আইরাউলত।
মিয়ানমারের নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে ফ্রান্সের কোন সরকারি প্রতিনিধির এটাই প্রথম সফর।
ইয়াঙ্গুনের ফরাসী দূতাবাস জানায়, শুক্রবার ফ্রান্সের পররাষ্ট্র ও আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী জেন-মার্ক আইরাউলত মিয়ানমারের প্রেসিডেন্ট হাতিন কিয়াউ এর সাথে বৈঠক করেছেন।
উল্লেখ্য, মিয়ানমারের রাজনীতিতে গণতান্ত্রিক উত্তরণ ও দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বিশেষত সামনের বছরগুলোতে ফরাসী উন্নয়ন সহযোগিতা ও ফরাসী উন্নয়ন সংস্থার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নই এই সফরের লক্ষ্য।
দূতাবাস সূত্র আরো জানায়, মিয়ানমার সফরকালে পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচি ও প্রতিরক্ষা বিভাগের কমান্ডার ইন চিফ সিনিয়র জেনারেল মিন অং হেইংয়ের সঙ্গেও দেখা করবেন ফরাসী পররাষ্ট্রমন্ত্রী ।
সরকারী খবরে আরো বলা হয়েছে, ফরাসী পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের ইয়াঙ্গুন রিজিওনের মুখ্যমন্ত্রী ইউ ফিও মিন থেইনের সঙ্গে দেখা করবেন এবং ফরাসী এনজিও, মিয়ানমারের সিভিল সোসাইটি অরগানাইজেশন ও ফরাসী কম্পানিগুলো পরিদর্শনে যাবেন।